চট্টগ্রামের লোহাগাড়ায় গাড়িচাপায় অন্তর সরকার নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর সরকার রাজধানী ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে।
জানা গেছে, অন্তর সরকার বাইকার গ্রুপের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল লবণবাহী গাড়ির পানিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম। তিনি জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।