চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুয়াইশ সড়কে দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮ টার দিকে নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। উভয়ই হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
গুলিতে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘অনন্যা আবাসিক এলাকায় নাহার কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে দুজন হেঁটে যাচ্ছিল। মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীর ছোড়া গুলিতে আনিস ঘটনাস্থলেই মারা যায়। কায়সার দৌড়ে কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে ধরে গুলি করা হয়।’
তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে কায়সারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে তাদের হত্যা করা হয়েছে।’