নিজস্ব প্রতিবেদক, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় মোবাইল নিয়ে বড় বোনের সাথে ছোট্ট বোনের ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে ছোট্ট বোন আত্মহত্যার করেছেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণী মোছাম্মৎ জাহানারা (১৮) মুরাররপাড়া আশ্রয়ণ প্রকল্পের অধিবাসী মোঃ ইব্রাহিম ও জোসনা বেগমের মেঝ মেয়ে।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে স্থানীয় ইউপি সাহেদুল ইসলাম বলেন, মুরার পাড়া এলাকার ইব্রাহিমের মেয়ে জাহানারা তার বড় বোন তৈয়বা জান্নাত তৌহিদার (২০) সাথে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়, ঝগড়ার এক পর্যায়ে আত্মহত্যা করতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, স্থানীয় গ্রাম পুলিশ ইলিয়াস মৃত্যুর বিষয়টি পেকুয়া থানায় অবগত করে। সংবাদ পেয়ে এসআই বেলাল হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।