মুসলিম বিয়ের ক্ষেত্রে দেনমোহর একটি বিশেষ শর্ত। এটা স্ত্রীর প্রাপ্য, যা প্রদানে স্বামী বাধ্যতামূলক থাকেন। বেশির ভাগ বিয়ের ক্ষেত্রে দেখা যায়, দেনমোহর নিয়ে জটলা লেগেই থাকে। তবে দেনমোহর ধার্য করা ছাড়া বিয়ে সঠিকভাবে সম্পন্ন হয় না।
একেক বিয়েতে একেক রকমের দেনমোহর ধার্য করা হয়। তবে মোহরের পরিমাণ কম বেশি যাই হোক না কেন নিয়ম অনুসারে ধার্যকৃত দেনমোহর স্বামীকে অবশ্যই প্রদান করতে হয়। কোনোভাবেই তা উপেক্ষা করার উপায় থাকে না। কারণ দেনমোহর ছাড়া বিয়ের কাজ সমাপ্ত হয় না।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বলেন, ‘ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, দেনমোহর আদায় প্রতিটি স্বামীর জন্য ফরজ। লাহোর ও এলাহাবাদ হাইকোর্ট দেনমোহরকে স্ত্রীর মর্যাদাস্বরূপ বলে বিচার করেছেন–অর্থাৎ এটি হলো আইনগত স্ত্রী’র প্রাপ্য মর্যাদা। বিবাহ-চুক্তিতে যদি লেখাও থাকে দেনমোহর দিতে হবে না, সেক্ষেত্রেও দেনমোহর স্ত্রীর প্রাপ্য। অপরদিকে কলকাতা হাইকোর্টের মতে, দেনমোহর হলো সম্পত্তির মূল্য। মুসলিম আইনে দেনমোহর স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন হিসাবে স্বামীর উপর আরোপিত একটি দায়িত্ব মাত্র।’
ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিনের মতে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ধারা ১০–এ মোহরানা সম্পর্কে বলা হয়েছে যে, বিবাহের কাবিননামায় কি ধরনের দেনমোহর স্ত্রীর পাওনা হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা না থাকলে দেনমোহরের পুরো অর্থ স্ত্রী চাওয়ামাত্রই পরিশোধযোগ্য। সালিশী পরিষদের আদেশ বলে এটি কার্যকর হলে স্ত্রীর তা পাওনা হয়ে যায়। এটি পরিশোধ না করলে ১ মাস কারাদণ্ড বা ২০০ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। দেনমোহরের ক্ষেত্রে আরও যেসব বিষয় উল্লেখ করার মতো আছে, তা হলো–
১. স্বামী যদি মারা যান, তবে সে স্বামীর সম্পদ হতে দেনমোহর আদায় করা যায়। মুসলিম আইনে ৩০৩ ধারায় বিধবা দেনমোহরের দাবিতে স্বামীর সম্পত্তিতে দখলভোগী থাকাকালীন অন্যায়ভাবে তা বেদখল হলে, তা উদ্ধারের জন্য অবশ্যই ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে (১৯০৮ সালের তামাদি আইন, তফসিল-১ অনুচ্ছেদ-৩) অনুযায়ী।
২. যদি স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হয় এবং স্ত্রীর দেনমোহর পরিশোধিত না হয়ে থাকে, তাহলে স্ত্রীর উত্তরাধিকারীরা ঐ দেনমোহর পাওয়ার অধিকারী হয়। ফলে স্ত্রীর উত্তরাধিকারীরা দেনমোহর পাওয়ার জন্য আদালতে মামলা করতে পারবেন।
পরিশেষে বলা যায়, মুসলিম আইন অনুযায়ী, দেনমোহর হলো বিয়ের একটি শর্ত এবং স্ত্রীর একটি আইনগত অধিকার। এই অধিকার বলে স্ত্রী স্বামীর কাছ থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার অধিকারী হন।