কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বহুল আলোচিত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় আমীর হোসেন ও সুজন চন্দ্র রায় নামের অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গেলো ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বাদী রমজান আলী বলেন, আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ন্যায়বিচার পাওয়ার জন্যই পরিবারের পক্ষে মামলা করেছি। আমরা চাই সুষ্ঠু তদন্তসহ অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার করা হোক।
রংপুর পিবিআই’র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ওই দুই পুলিশ সদস্য আবু সাঈদ হত্যা মামলার আসামি। তারা রংপুর পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। এর আগে গেলো ৩ আগস্ট এই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিলো। পিবিআই আবু সাঈদ হত্যায় দায়ের করা দুই মামলারই তদন্ত করছে বলেও জানান তিনি। – নিউজনাউ২৪