জাকির হোসেন, টুটুল– রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল গুলোতে গাছে, গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আমের মুকুলের বাতাসে সুগন্ধ ছড়াচ্ছে। মুকুলের মিষ্টি সুবাসে উদ্ববেলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজে। হলুদ আর সবুজের সমারোহ যেন এক মহামিলনের মোহনা হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে আমের মুকুলের মধু সংগ্রহ করতে শুরু করেছে। গাছে, গাছে আমের মুকুল দেখা যাওয়ায় চাষিরা আশায় বুকবেঁধেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন আম বাগান মালিকেরা।
এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানের আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ, মৌ গন্ধে বাগান মালিকরা দেখছেন আর্থিক লাভের স্বপ্ন।
আম বাগানগুলোতে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত অন্যতম আম গাছ। তানোর উপজেলার কলমা, পাচন্দর, কামারগাঁ ও তালন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে থেকে তাদের বাগানে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা।
এসব বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, তানোরে ৫শত হেক্টর জমিতে আম বাগান রয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে আছে। এঅবস্থা চলমান থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ।