স্টাফ রিপোর্টার- গত ৬- ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিকের উপর এমন অতর্কিত হামলার ঘটনা নিয়ে রাতেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংবাদিক আবুল কালাম আজাদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, একজন পেশাদার সাংবাদিককের উপর যারা হামলা করেছেন তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে মাঠে নামবে রাজশাহীর সাংবাদিক সমাজ।
সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ৬-ফেব্রুয়ারি রাত ১০-০০ মিনিটে পেশাগত কাজ শেষ করে রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে পরিকল্পনা করা রেলের ইলেকট্রিক অফিসের সাবেক রেল কর্মচারী নূর সালামের নেতৃত্বে কবির সহ অজ্ঞাত ব্যক্তিরা তার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে। তাদের আঘাতে সাংবাদিক আবুল কালাম আজাদ জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্টেশনের যাত্রীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একদল মানুষ এসে সাংবাদিক আবুল কালাম আজাদের উপর হামলা করেন। তাদের আঘাতে আবুল কালাম আজাদ মাটিতে লুকিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।