পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজলার রাজাখালী ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যােগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৮ মার্চ) রাজাখালী ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের মাঠে ইফতার পূর্ব আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেহ উদ্দিন।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি রাজাখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হোসাইনের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মাস্টার আবু জাফর এম.এ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, জাহাঙ্গীর আলম, সদস্য অলি আহমদ, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আল আব্বাস, কৃষক দলের আহবায়ক এস.এম আমিন উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল হক, ছাত্রদলের সভাপতি আনছার উল্লাহ, মহিলা দলের সভাপতি বিউটি, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেড এম মুসলেহ উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করলে সে যেই হোক না কেন তাকে কোনভাবেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না। আগামী দিনে দলের দুঃসময়ে যারা কাজ করেছে তাদেরকেই ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।