‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রায়পুরা সরকারি কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল’ কর্তৃক আয়োজিত মানববন্ধনে “বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমে শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়।
এসময় রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহম্মেদ টিপু সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রনেতা সামসুর রহমান জয়, আজিজুল রহমান, জাগরন,মাসুম কিবরীয়া, সানজিদুল তুহিন, শরীফ আহম্মেদ, মেহেদী হাসান, সিয়াম আহম্মেদ, ইমন আহম্মেদ, সোহান সরকার, তোহিদ, মুন্না মিয়া, আকাশ আহম্মেদসহ আরো অনেকে।
নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মইনুল ইসলাম ইফরান বক্তব্যে বলেন, “বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের যত রাজনৈতিক নেতাকর্মী গুম ও হত্যাকান্ডের শিকার হয়েছে তাদের প্রত্যকটি ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজ যারা এখনো কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে। তিনি আর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০০৯ সালের জাতীয় নির্বাচন থেকে ২০২৪ সালের ৫ই আগষ্ট ‘গণঅভ্যুত্থান’ পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল। ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে।