কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গাড়ির ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। তার নাম রাবেয়া আক্তার (২২)। তিনি মুক্তি এনজিও সংস্থার পরিচালনাধীন স্কুলে শিক্ষকতা করতেন।
ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ওসি মাহবুব কবির। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এর বি-১৪ ব্লক এলাকায় রাস্তা পার হওয়ার সময় ডাম্পার গাড়ির ধাক্কায় নিহত হন রাবেয়া। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন।