সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া আমির ভাণ্ডার দরবারে শরীফে মহান ১২ই রবিউল আউয়াল
আজিমুশশান জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)’র উদযাপন উপলক্ষে আমির ভাণ্ডার দরবার শরীফের আওলাদে আমির গনের সদারতে আমির ভাণ্ডার কমপ্লেক্স ও আমির ভাণ্ডার সংসদের সদস্যমন্ডলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিত্ব, আশেকান মুহিব্বানদের উপস্থিতিতে এক যৌথ সভা গত শনিবার রাতে দরবারের অন্যতম সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফী সৈয়দ মে’রাজুল আলম শাহ আল আমিরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী। (সভাপতি আমির ভাণ্ডার কমপ্লেক্স), আলহাজ্ব শাহসূফী সৈয়দ মৌলানা মামুন রশিদ শাহ আমিরী। (সভাপতি আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানা), আলহাজ্ব শাহসূফী সৈয়দ মৌলানা পেয়ারুল মোস্তফা শাহ আমিরী। (সভাপতি আমির ভাণ্ডার কমপ্লেক্স), আলহাজ্ব শাহসূফী সৈয়দ করিমুল মোস্তফা শাহ আমিরী। (সহ-সভাপতি আমির ভাণ্ডার কমপ্লেক্স), আলহাজ্ব শাহসূফী সৈয়দ কানুন রশিদ শাহ আমিরী, শাহসূফী সৈয়দ কামাল হোসাইন শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা আছরার-এ- আমিরী।
আলহাজ্ব শাহজাদা সৈয়দ মৌলানা ছরওয়া কামেল শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা মোকাররম শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা নাঈমুল মোস্তফা শাহ আমিরী আলহাজ্ব শাহজাদা সৈয়দ মৌলানা সায়েম উল্লাহ শাহ আমিরী। (সাবেক সেক্রেটারি আমির ভাণ্ডার সংসদ), শাহজাদা সৈয়দ আরিফুজ্জামান শাহ আমিরী।
(সেক্রেটারি আমির ভাণ্ডার সংসদ) শাহজাদা সৈয়দ মৌলানা মহিউদ্দিন শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা আমির উদ্দিন শাহ আমিরী, শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান তানিম আমিরী,শাহজাদা সৈয়দ মৌলানা আহসানুল হক শাহ আমিরী।
শাহজাদা সৈয়দ মৌলানা আশরাফুজ্জমান শাহ আমিরী, সভা সঞ্চলনায় ছিলেন- আমির ভাণ্ডার কমপ্লেক্স সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, এতে আরো উপস্থিত ছিলেন আমির হোসেন ম্যানেজার (সাবেক সেক্রেটারি আমির ভাণ্ডার কমপ্লেক্স) মোহাম্মদ ইদ্রিস (সহ সভাপতি আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানা) মোহাম্মদ নূরুল আমিন (সহ সভাপতি আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানা) মোহাম্মদ নুরুল কবির (সেক্রেটারি আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানা) মোহাম্মদ জাহাঙ্গীর আমরী (আহবায়ক, জুলুস প্রচার কমিটি) মোহাম্মদ আব্দুল হাকিম রানা যুগ্নআহবায়ক, জুলুস প্রচার কমিটি) মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ রৌশঙ্গির আমরী, মোহাম্মদ জিয়াউল হোসেন আমরী সহ আমির ভাণ্ডার সংসদ ও আমির ভাণ্ডার কমপ্লেক্সের সদস্যমন্ডলী, বিভিন্ন রাজনীতিক ও পেশাজীবি এবং আশেকান মুহিব্বানগণ এতে উপস্থিত ছিলেন।
এতেসর্ব সম্মতিক্রমে ৪৮তম পবিত্র আজিমুশশান জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)’র আহবায়ক হিসেবে আলহাজ্ব শাহসূফী সৈয়দ মৌলানা পেয়ারুল মোস্তফা শাহ আমিরীকে মনোনীত করা হয়। এতে দয়াল নবী হজরত মুহাম্মদ (সা:) এর আগমনে ১২ রবিউল আউয়াল সোমবার পবিত্র জশনে জুলুস সফলে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়।