পেকুয়া প্রতিনিধি- কক্সবাজারের পেকুয়ার উজনটিয়ায় লবণের মাঠ দখল বেদখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ৬ জন জখম হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মৃত নাগু ফকিরের পুত্র ইউসুফ আলী (৬৫), তার ভাই নুরুল আবছার (৫৮), জয়নাল আবেদীন (৪৫), নুরুল আবছারের ছেলে মো: রাজিব (১৭), তার মা রহিমা আক্তার (৫২), ইউসুফ আলীর পুত্র এনাম (৩৩)। ৩ এপ্রিল বৃহস্পতিবার ও ২ এপ্রিল উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত উজানটিয়া শ্রমিকদলের সেক্রেটারী জয়নাল আবেদীন জানান, আমরা বারবাকিয়ার ফাঁসিয়াখালীর জনৈক মুজিব গং থেকে ১ একর লবণ মাঠ নিয়ে বিগত ৪ বছর যাবৎ সন সন লাগিয়ত দিয়ে চাষাবাদ করে আসতেছি।
এ দিকে গত বুধবার থেকে মুজিবের ভাই কাশেমের ইন্দনে মৃত নন্না মিয়ার পুত্র মো: শাহ জামাল, তার ভাই সাহাব উদ্দিন, সাহাব উদ্দিনের পুত্র আনিছসহ ১০-১২ জন লোকজন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আমাদের চাষকৃত লবণের মাঠ থেকে লবণ লুট করে। এমনকি তারা লবণের মাঠের পলিথিন লুট করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ সময় আমরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ ৬ জন আহত হয়েছি।
আহত জয়নাল আবেদীন আরো জানান, তিনি এ ঘটনায় বাদী হয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকদের জানান। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।