পেকুয়া প্রতিনিধি- লবণ সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে কোন প্রকার তালবাহনা সহ্য করা হবেনা। রাজাখালী ওয়াকফ স্ট্যাট সহ সমগ্র চাষীদের উৎপাদিত লবণ ও জমির খাজনা নির্ধারণে যুক্তিসংঘত দাম নিশ্চিত করা না হলে উপকূল অঞ্চলের কৃষকদের নিয়ে উপজেলা প্রশাসন ঘেরাওয়ের কর্মসূচী দেয়া হবে হুশিয়ার করেন পেকুয়া উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন পেকুয়ার রাজাখালী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
১মার্চ বিকাল ৪টায় রাজাখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক এস.এম.আমিন উল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বি.এন.পির সদস্য সচিব ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় কৃষক সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক আবু সিদ্দিক রনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনসুর আলম ইউনুস, ইউনিয়ন বি.এন.পির আহবায়ক আবু জাফর এম.এ, উপজেলা মহিলা দলের সদস্য সচিব শওকত আরা শেফু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, ছরওয়ার উদ্দিন, ডা.জহিরুল ইসলাম, আবু ইউসুফ, রুহুল কাদের ইকবাল, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আল আব্বাস, যুগ্ম সম্পাদক মো.ইব্রাহিম, সাবেক ছাত্রদলের সভাপতি শাহাদত হোছাইন আরিয়ান,রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনসার উদ্দিন, সাবেক এম.ইউপি রমিজ উদ্দিন আহমদ, শহিদুল ইসলাম আজিজ প্রমুখ। জমকালো আয়োজনে কৃষক সমাবেশে উৎপাদিত পন্য প্রদর্শনী স্টল করা হয়।.
রাজাখালী ইউনিয়নের ৯টি সাংগঠনিক ওয়ার্ড় থেকে ব্যানার ও মিছিল সহকারে শত শত কৃষকদলের কর্মী ছাড়াও বিভিন্ন পেশার কৃষি শ্রমিকরা সমাবেশে উপস্থিত হয়ে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করণের দাবীতে শ্লোগান শ্লোগানে মুখরিত করে সমাবেশ স্থল।