• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

লামায় বন বিভাগের অভিযানে কাঠ, বালু ও ছনসহ তিনটি পিকাপ জব্দ করা হয়

নুর মোহাম্মদ মিন্টু, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ / ১৮৫ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নুর মোহাম্মদ মিন্টু, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন জাগা থেকে অবৈধ ভাবে পাঁচার কালে কাঠ, বালু ও ছনসহ তিনটি পিকাপ জব্দ করেছে লামা বন বিভাগ।

জানায়ায়, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  মো. আরিফুল হক বেলাল’র নিদের্শে এগুলো জব্দ করা হয়।

সূত্রে জানা যায় ২৯ সেপ্টেম্বর রাত ১২ টা হতে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে বিশেষ টহল বাহিনীর অভিযানে লামা আলী কদম সড়কের রেপার পাড়া বাজারের কাছে অবৈধ ভাবে ছন পরিবহন কালে একটি জীপগাড়ি, ইয়াংছা – কাঠালছড়া সড়কে অবৈধ ভাবে পরিবহন কালে বিবিধ ১১০ ঘনফুট গোলকাঠ বোঝাই (বাজার মূল্য ৬০ হাজার টাকা) একটি জীপ গাড়িসহ লামা রেঞ্জাধীন বমু বিটের বনাঞ্চলের ফকিরা ঘোনা এলাকা হতে অবৈধ ভাবে বালি পরিবহন কালে একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আতা ই এলাহি জানান, অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার কারনে কোন পাচারকারীকে আটক করা যায়নি। তবে পৃথক পৃথক তিনটি অভিযানে জব্দকৃত বনজদ্রব্য ও তিনটি গাড়ী লামা রেঞ্জ হেফাজতে নেওয়া হয়েছে,এবং ইউডিওআর এ একটি মামলা করা হয়েছে।

সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আতা ই এলাহি’র নেতৃত্বে মো: আব্দুল হান্নান, মো: মাসুদ পারভেজ, এনামুল হক,মো নুর আলম, তপন বাবুসহ ফরেস্ট গার্ডগন সঙ্গীয় ফোর্স ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd