কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে আজমাইনুল হক (১২) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে কক্সবাজার পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা করুমুল হকের ছেলে।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানান, আজমাইনুল এবং তার কয়েকজন বন্ধু স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে আসে এবং ফুটবল খেলার পর গোসল করতে নামে। গোসলে নেমে আজমাইনুলসহ দুজন নিখোঁজ হয়। পরে এক বন্ধুকে উদ্ধার করা গেলেও আজমাইনুলকে এখনও পাওয়া যায়নি।
নিখোঁজ আজমাইনুলকে উদ্ধারে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সি সেইফের কর্মীরা।