সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ মহান ১৪ আশ্বিন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহ্ছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.) এর পবিত্র খোশরোজ শরীফ গতকাল সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিলে অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরান, বায়াত গ্রহণ কার্যক্রম, মিলাদ ও ছেমা মাহফিল, সবশেষে তবারুক বিতরণ। হাজার হাজার আশেক, ভক্ত, মুরিদানের উপস্থিতিতে এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লাীগ সুলতানপুরী (মা.)।
মাহফিলে তকরির পেশ করেন শাহজাদা মাওলানা মোজাম্মেল হক আমিরী, শাহজাদা মাওলানা বোরহান উদ্দিন হাফেজনগরী, মাওলানা ফরিদুল আলম রিজভী, মাওলানা হাসান আল আজহারী, মাওলানা হাফেজ মোঃ ফারুক, মাওলানা জায়নাল আবেদীন নয়ন প্রমুখ।