ঢাকা জেলার সাভার উপজেলাধীন আমিনবাজার ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ।
রবিবার (১ ডিসেম্বর) দুপুর দুই টার দিকে সাভারের আমিনবাজারের চাঁনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে কার্যক্রম পরিচালনা করে আসছে একটি চক্র। খবর পেয়ে আজ দুপুরে এইচএমবি নামের একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাটা কর্তৃপক্ষ কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ।
এসময় তিনি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ এইচএমবি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে সাভার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য-সহ উপজেলা প্রশাসনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ।