মোঃ আজিজুল হক, পেকুয়াঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের পেকুয়ায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।
সোমবার (২৬আগস্ট) বিকেল ৪ টার দিকে পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাঈদী রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পেকুয়া সিকদার পাড়াস্থ সালাহউদ্দিন আহমেদের বাড়ি থেকে পেকুয়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করেন। এসময় ছাত্রদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১১আগস্ট দীর্ঘ ৯বছর পর ভারতের শিলং থেকে দেশে ফিরেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তাঁর দেশে পেরায় কক্সবাজারসহ সারা দেশে স্বস্তির নিশ্বাস ফেলে বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১১আগস্ট দেশের মাটিতে পা রাখলেও এখনো আসা হয়নি প্রিয় মাতৃভূমি পেকুয়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৮ আগস্ট জন্মভূমি পেকুয়ায় পা রাখবেন বিএনপির এই শীর্ষ নেতা। তাঁকে বরণ করতে ব্যস্ত পেকুয়াবাসী। তৈরি করা হচ্ছে শত-শত গেইট। অধীর আগ্রহে বসে আছে তাঁর লাখো লাখো অনুসারী। তাঁদের প্রিয় নেতাকে এক নজর দেখতে দীর্ঘদিন ধরে বসে আছেন অনুসারীরা।
এই বিষয়ে পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদী রহমান বলেন, পেকুয়ার উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ বুধবার নিজ বাড়িতে আসবেন সে উপলক্ষে আজ স্বাগত মিছিল করেছি। এতদিন আমরা স্বৈরশাসক হাসিনা সরকারের কারণে কোন মিটিং মিছিল করতে পারিনাই। আমরা এখন স্বাধীন, আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই।