সুনামগঞ্জে একই পরিষদের ইউপি সদস্যের উপর হামলার মামলায় সেই চেয়ারম্যান আমির হোসেন রেজা কে গ্রেফতার করেছে পুলিশ। আমির হোসেন রেজা জেলা সদর ইউনিয়নের সুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের পুরাতন জেলরোড এলাকা থেকে রেজা’কে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার এসআই আনিসুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক। সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন তালুকদার ওরফে ময়না মিয়ার ছেলে তিনি।
প্রসঙ্গত, গেল ২১ নভেম্বর একই পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশেদ মিয়ার উপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী হিসেবে পলাতক ছিলেন চেয়ারম্যান আমির হোসেন রেজা।
ইতিপূর্বে সুনামগঞ্জ মহকুমা যুবলীগের সভাপতি, সুনামগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন রেজা বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৩১ নম্বর সদস্যপদে রয়েছেন তিনি। রেজা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী খাস খতিয়ান ভূমির মাটি বিক্রিসহ বিভিন্ন দায়েরকৃত অভিযোগ তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই পরিষদের ১১ জন সদস্য নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দেন।