• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার কে সংবর্ধনা

আহম্মদ কবির, সুনামগঞ্জের  / ২৬ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশ। আদর্শবান পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান মহতী এ অনুষ্ঠানের উদ্যোক্তা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার।  অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগন রণাঙ্গনে বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্যের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে যান পুলিশ সুপারসহ সকল উপস্থিতি।

এসময় জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানিয়েছেন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যগন।

পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীর এই শ্রেষ্ঠ সন্তানদের  অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd