• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইদ্রিস মিয়ার ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে বিএনপি নেতা কর্মীদের মিলনমেলা রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত পেকুয়ায় আলোকিত সমাজ গড়ার আদলে মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপন তানোরে জমি দখলের চেষ্টা বাধা দেয়ায় মারপিট লবণের মাঠ দখল চেষ্টা পেকুয়ায় দু’দফা হামলায় আহত-৬ মন্দিরের গাছের আম পাড়তে বাঁধা দেয়ায় ঘরে ঢুকে পেটালো বখাটেরা মান্দায় সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ’ এসিল্যান্ডের ড্রাইভারসহ গ্রেপ্তার ৪ পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহবান তানোরে প্রতিবন্ধীদের সাথে ইফতার ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বতরণ মগনামা ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সেনাকেম্পে অভিযোগ পটিয়ায় নাশকতা মামলার আসামী কর্তৃক নিরীহ দিনমজুরকে হয়রানি 

পটিয়া প্রতিনিধিঃ / ১২৮ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পাওনা টাকা চাওয়ায় যুবলীগ নেতার রোষানলের শিকার হয়েছে খোরশেদ আলম নামের এক নিরীহ লোক। খোরশেদ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের মৃত মো. মুছার পুত্র।

অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক একই গ্রামের মো. ইউনুছের পুত্র সাইফুল হাসান টিটু খোরশেদের পাওনা টাকা আত্মসাৎ করতে তাকে বিভিন্ন ধরনের হুমকিসহ থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ।

এ ব্যাপারে খোরশেদ পটিয়া সেনা ক্যাম্পে গতকাল (মঙ্গলবার) একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সাইফুল হাসান টিটু গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি বর্ষনের ঘটনায় দায়েরকৃত পটিয়া থানার ২১ নং মামলার ৮১ নং আসামি।

জানা যায়, ২০২৩ সালের জুলাই মাস থেকে ৪ মাস যাবত টিটুকে তার ঠিকাদারী কাজের জন্য খোরশেদ আলম ইট, বালি সরবরাহ করে। ইট, বালি বাবদ খোরশেদ টিটু থেকে ৭৬ হাজার ৪’শ টাকা পাওনা হয়। খোরশেদ বিভিন্ন সময় টিটু থেকে পাওনা টাকা চেয়ে আদায় করতে ব্যর্থ হয়।

নিরুপায় হয়ে খোরশেদ বিগত ১০ সেপ্টেম্বর পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যে টিটু একটি মিথ্যা অভিযোগ লিখে তার এলাকার বিএনপি নেতা আবদুর রহিমের মাধ্যমে পটিয়া থানায় প্রেরন করে। পটিয়া থানার এস আই ওবাইদুল্লা নয়ন খোরশেদ থেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে খোরশেদ টিটুর প্রতারণার বিষয়টি অবগত করেন।

পটিয়া থানার এস আই ওবাইদুল্লাহ নয়ন জানান, থানার ডিউটি অফিসার কর্তৃক ওসি সাহেবের নির্দেশ মতে টিটুর একটি অভিযোগ আমাকে হাওলা করলে আমি খোরশেদকে জিজ্ঞাসাবাদ করি। এতে টিটু পটিয়া থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি বলে জানতে পারি।

এ ব্যাপারে ভুক্তভোগী খোরশেদ আলম জানান, স্থানীয় কতিপয় বিএনপি’র নেতা  রহিম উল্লার  কু- প্ররোছনায় সাইফুল ইসলাম টিটু বর্তমানে বহালতবিয়তে থেকে এসব অপকর্ম করছে। খোরশেদ এ ব্যাপারে উর্ধতন পুলিশ প্রশাসন সহ বিএনপি নেতৃবৃন্দর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd