কক্সবাজারের সোনাদিয়ায় আজ বিকাল ৩টায় ক্যাম্প ফায়ার রিসোর্টের সামনে সমুদ্র থেকে একটি লা’শ ভেসে আসে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) লা’শটি দেখতে পায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লা’শটির হাতে একটি ঘড়ি রয়েছে। লা’শটি শনাক্ত করা যায়নি, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, সমুদ্রের জোয়ারের সময় লাশটি ভেসে আসে এবং সেটি প্রথমে রিসোর্টের সামনে অবস্থানরত পর্যটকরা দেখতে পান। লা’শটির পরিচয় বা মৃ’ত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। – টিটিএন ডেস্ক