হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলমাঠ থেকে বুধবার (১২ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা হিসেবে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া গেছে।
লাশটি বোয়ালখালী থানার শাকপুরা ইউপির ৪নং ওয়ার্ডের পশ্চিম সাকুরা গ্রামের নিরঞ্জন মাস্টার বাড়ির আহাম্মদ নুরের পালক পুত্র সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদুর। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন পারভেজ প্রকাশ লেদু আনুমানিক গত দশ বছর পূর্বে তার বাবা আহাম্মদ নুরের সাথে অভিমান করে পনের বছর বয়সী থাকাবস্থায় ঘর থেকে বের হয়ে ঘটনার আগ পর্যন্ত আর বাড়ি-ঘরে যায়নি।
ঘটনারদিন বাদী খবর পায় তার পালক ভাই সাজ্জাদ হোসেন পারভেজ প্রকাশ লেদুকে ফতেয়াবাদ স্কুল মাঠে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে বাদী জানতে পারেন ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার দিকে আব্দুল্লাহ আল নাঈম, মুছা কাজেম ও অপর এক বিবাদী সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকার একটি মাদ্রাসা মাঠে তুচ্ছ ঘটনাকে (সাইকেল চুরি) কেন্দ্র করে সাজ্জাদ হোসেন পারভেজ প্রকাশ লেদুকে মারধর করে গুরুতর আহত করে এবং পরদিন সকাল সাড়ে নয়টার দিকে ওই স্কুল মাঠে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত লেদুর বোন সালমা আক্তার (৪০) বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় একটি এজাহার দায়ের করেন। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল নাঈম (১৯), মো. মুছা কাজেম (৩৭), নামের দুজনকে আটক করে পুলিশ।
এর আগে বুধবার সকালে ওই স্কুল মাঠে আনুমানিক ২৬/২৭ বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাশটি প্রেরণ করেন।
হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বুধবার রাত সাড়ে এগারটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। – দৈনিক আজাদী