আগামী ১৬ নভেম্বর জাপা’র কেন্দ্রীয় বর্ধিত সভা সফল করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক, মোহাম্মদ নুরুচ্ছফা সরকার এর সভাপতিত্বে পার্টির সদস্য সচিব, আবদুচ সাত্তার রনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে মইজ্জেরটেক এলাকায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জাপার যুগ্ন আহবায়ক কাজী নুরুচ্ছফা, দক্ষিণ জেলা জাপার যুগ্ন আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, সদস্য সচিব মোঃ সাইফুদ্দিন মানিক মেম্বার, কর্ণফুলী উপজেলা জাপার সহ-সভাপতি ডাঃ আব্দুল হালিম, আনোয়ারা উপজেলা জাপার সভাপতি মোহাম্মদ সেলিম, সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ, আনোয়ার উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক আলী আকবর চেয়ারম্যান,পটিয়া উপজেলা জাপার যুগ্ন আহবায়ক কাজী খোরশেদ আলম, দুলা মিয়া চৌধুরী মেম্বার, জালাল আহমদ, নূর হোসেন সওদাগর, মোঃ আবুল কাশেম, পটিয়া পৌরসভা জাপার সদস্য সচিব এটিএম শাহাদাত ইসলাম, বোয়ালখালী উপজেলা জাপার যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম মুরাদ, চন্দনাইশ উপজেলা জাপার সভাপতি মোঃ সোনা মিয়া চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি আব্দুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন, নুরুন্নবী, মোঃ আবুল হাসান, মোহাম্মদ বদিউল আলম, যুব নেতা এম ইরফান হোসেন, মোহাম্মদ শামসুল আলম, আব্দুল নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ১৬ই নভেম্বর কেন্দ্রীয় ঘোষিত বর্ধিত সভা সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন এবং গত ৩১শে অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পরিকল্পিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এ সময় বক্তারা আরো বলেন-ছাত্র,জনতার আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দুজন কর্মী শহীদ হয়েছেন।
তবু ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে জনগণ থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। আমরা এ ঘটনার এবং জাতীয় পার্টি বিরোধী চক্রান্তের তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে রাজধানী ঢাকা ও খুলনাসহ দেশের যেসব স্থানে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শান্তির আওতায় আনার দাবি জানান।