• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

১ অক্টোবর থেকে সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

সাম্প্রতিক খবর ডেস্কঃ / ১৪২ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটির রানওয়ে। এই সময়ের মধ্যে সব ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম রবিবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।

এ সময় বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম উল্লেখ করেন, রানওয়ের রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টারলাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস এবং স্টপওয়ে লাইটিং সিস্টেমের কাজ করা হবে।

সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে ইতোমধ্যে নোটাম (নোটিফিকেশন টু এয়ার ম্যান) জারি করা হয়েছে। তিনি যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম তথ্য জানতে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার এবং ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি পরামর্শ দেন।

এর আগে, ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ের নির্মাণ কাজের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd