কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন অপহৃত দুই কৃষক। ৪০ হাজার টাকা পাঠালে অপহরণকারীরা দুই কৃষককে তাদের বাড়িতে ফেরত পাঠান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে অপহৃত দুই কৃষক বাড়ি ফিরে আসেন।
দুই কৃষক হলেন—টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে জাগির হোসেন (৩৮) ও মৃত এজাহার মিয়ার ছেলে জকির আহমদ (৪০)।
বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ভুক্তভোগী জকির আহমদ।
জকির আহমদ বলেন, ‘আমাদের দু’জনকে নিয়ে যাওয়ার পর থেকে অমানবিক নির্যাতন করেছে অপহরণকারীরা। এরপর পরিবারের সদস্যরা টাকা দিলে আমাদের ছেড়ে দেয়। ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে আমরা ফিরে এসেছি।’
টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাহার হোসেন বলেন, ‘বুধবার (৪ ডিসেম্বর) দুই কৃষক অপহরণের খবর পেলে আমরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করতে পেরেছি। এর মধ্যে ১ জন ডাকাত। পাশাপাশি ২ কৃষককে উদ্ধার করার জন্য পুলিশের অভিযান অব্যহত ছিল। শুনেছি বৃহস্পতিবার সকালে অপহৃত দুই কৃষক ডাকাত দলের কবল থেকে বাড়িতে ফিরে এসেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মুক্তিপণ দেওয়ার বিষয়টি আমরা অবগত নয়। তবে দুই কৃষককে উদ্ধার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত ছিল।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সকালে হোয়াইক্যং কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ কৃষককে অপহৃত করা হয়। এরপর ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ দুই কৃষককে উদ্ধার করার জন্য পাহাড়ে প্রবেশ করলে অপহরণকারীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। এতে ৩ যুবক গুলিবিদ্ধ হয়।