• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

Reporter Name / ১৭৬ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া সমুদ্রসৈকতে একটি ৮ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার সোনারপাড়া সৈকতে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকেলে জেলেদের কাছ থেকে খবর পেয়ে ভেসে আসা ডলফিনটি উদ্ধার করা হয়েছে।’

ডলফিনটি স্পিনার প্রজাতির জানিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে এই প্রজাতির ডলফিন বিপদাপন্ন হয়ে মাঝে মাঝেই ভেসে আসে। এই জাতের ডলফিনের কঙ্কাল বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে এটি ব্যবহার করা হবে।’

তিনি জানান, উদ্ধার করা স্পিনার প্রজাতির ডলফিনের ওজন ৯৫ কেজি, দৈর্ঘ্য ৮ ফুট। লেজের দৈর্ঘ্য ১.৫ ফুট, ডর্সাল ফিনের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, পিক্টোরাল ফিনের দৈর্ঘ্য ১০.৫ ইঞ্চি, ঠোটের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, মুখের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ঠোটের শেষ মাথা থেকে চোখের দূরত্ব ১১.৫ ইঞ্চি, দুই চোখের ব্যবধান ১১.৫ ইঞ্চি, মাঝের বেড় ২.৮ ফুট।

বিওআরআই’র এই বিজ্ঞানী আরও বলেন, ‘ডলফিনের শরীরে কোনো আঘাত বা পচনের চিহ্ন পাওয়া যায়নি। দাঁতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারনে মারা গিয়ে থাকতে পারে। হয়তো দীর্ঘ দিন খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৪ ঘণ।টা আগে মারা গেছে স্পিনার স্ত্রী প্রজাতির এই ডলফিনটি।’

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে। ডলফিনটি ৬ ফুট লম্বা এবং প্রায় ১২০ কেজি ওজনের ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd