মহেশখালীতে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা গেলেন মেয়েও।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মহেশখালী পৌরসভার পুটিবিলা মোবারক আলীপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
জানা যায়, মোবারক আলীপাড়ার স্থানীয় মো. হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন (৬০) শুক্রবার রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে মারা যায়। মায়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করেন একই ভিটায় বসবাস করা আম্বিয়া খাতুনের মেয়ে কামরুন্নাহার (৪৫)।
এসময় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১২ টায় কামরুন্নাহার মারা যায় বলে নিশ্চিত করেন তার পরিবার।
পরিবার সূত্র জানায়, মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ে কামরুন্নাহার স্ট্রোক করে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।
আজ (শনিবার) যোহরের নামাজের পরে মোবারক আলী পাড়া জামে মসজিদের মাঠে মা ও মেয়ের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাদের দাফন করা হয়।
মা আম্বিয়া খাতুন ও মেয়ে কামরুন্নাহারের এমন হৃদয়বিদারক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।