পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএন’পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে ৩১ দফা বাস্তবায়ন, ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন ও তৃনমূল থেকে ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালি করার লক্ষ্যে পটিয়া সরকারি কলেজ ছাত্রদল ও পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল হান্নান এর সভাপতিত্বে পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম জাহেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এনাম , উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম তালুকদার , ইকবাল বাহার আশেক সহ কলেজ ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল ছাএদলকে সাংগঠনিক ভাবে শক্তি শালী করতে হবে, বিএনপি’কে ক্ষমতায় আনতে ছাত্রদল রাজপথে অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান।