• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

আলীকদম সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ করেন- মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন

নুর মোহাম্মদ, লামা বান্দরবান / ১৩২ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নুর মোহাম্মদ মিন্টু, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।

রোববার (৬ অক্টোবর ) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ৩ লক্ষ ৮৪ হাজার ১৩৩ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এমতাবস্থায় আর্থিক সহায়তা প্রদানের সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম সেনা জোন (৩১ বীর) জোন কমান্ডার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন এবং মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল, জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন।

মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd