• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

কারাগারের ভেতরে পড়ে গিয়ে আহত সাবেক এমপি লতিফ

সাম্প্রতিক খবর ডেস্কঃ / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান সিভয়েস২৪’কে বলেন, ‘তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মাথায় একটা সমস্যা পাওয়া গেছে। সমস্যাটা হলো ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে। যেটাকে আমরা চিকিৎসা ভাষায় হেমাটোমা বলি। এছাড়া তিনি বাইপাসের রোগী। এখন তিনি এখানে চিকিৎসাধীন আছেন।’

তবে লতিফ আশঙ্কামুক্ত আছেন বলে জানান চমেক পরিচালক।

এর আগে, ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এম এ লতিফ নগরের পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে স্থানীয়দের রোষানলে পড়লে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এর কয়েকদিন পর নগরের বায়েজিদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে কারাগারে রয়েছেন লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd