কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে নাফনদীতে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী অস্ত্রের মুখে জেলেদের নৌকাসহ ধরে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেলে টেকনাফের নয়াপাড়া এলাকায়। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন—রাশেদ হোসেন, মো. বোরহান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাশেল ও মোহাম্মদ আলম। তাদের মধ্যে তিনজনই টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার এলাকার পাঁচ জেলে নাফনদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের বাহিনী। কারা তাদের নিয়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে থাকায় ধারণা করা হচ্ছে, এই বিদ্রোহী গোষ্ঠীই তাদের নিয়ে গেছে।”
স্থানীয় জেলেদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার আবদুল মজিদের মালিকানাধীন একটি নৌকাসহ তিনটি নৌকা নাফনদীতে মাছ ধরতে যায়। এ সময় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা অস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের নৌকাসহ পাঁচ জেলেকে তারা ধরে নিয়ে যায়।
অপহৃত জেলে মো. আলমের মা হামিদা খাতুন বলেন, “প্রতিদিনের মতো আমার ছেলে মাছ ধরতে গিয়েছিল। অন্যরা পালিয়ে এলেও আমার ছেলে আর চারজন জেলেকে ধরে নিয়ে গেছে। এখনো কোনো খবর পাইনি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে কথা চলছে।”
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ জানান, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি, দ্রুত তাদের ফেরত আনতে পারব।”