পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় অন্তঃসত্ত্বা মহিলা নাসিমা আক্তার (৩০) কে মারধর করে বসতঘর ও ব্যাটারী চালিত মিনি টমটম ভাঙচুরের অভিযোগ উঠেছে তার-ই আপন দুই দেবরের বিরুদ্ধে।
বুধবার (৯ অক্টোবর) সকাল সাতটায় উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বটতলীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অন্তঃসত্ত্বা মহিলা বলেন,পূর্বের শত্রুতার জের ধরে আর স্বামীর অনুপস্থিতিতে বসত ঘরে হামলা চালিয়ে আমাকে মারধর করে ঘরবাড়ি ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ব্যাটারি চালিত মিনি টমটম গাড়ি ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন কারর অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার আবু তাহেরের পুত্র মাহমুদুল করিম (২৮) এবং শেফাদুল করিম (২৫)।
অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও রিসিভ না করায় বক্তব্য সম্ভব হয়নি।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।