• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

তানোর- রাজশাহী রুটে বাগধানিতে ৩টি সিএনজি ভাঙচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ!

টুটুল আহাম্মেদঃ / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার: টুটুল আহাম্মেদঃ তানোর- রাজশাহী রুটের বাগধানি নামক স্থানে সড়ক পরিবহন গ্রুপের চেকপোষ্টের সামনে তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির ৩টি সিএনজি গাড়ির সামনের বড় গ্লাস ভেঙ্গে ফেলা হয়েছে।

তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির সভাপতি কুদরত আলী এই প্রতিবেদককে বলেন, পূর্ব আলোচনা বা কোনো প্রকার সমঝোতা ব্যতীত, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উপর্যুপরি এসিদ্ধান্ত ও তিনটি গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জানা গেছে গত ১২/১০/২৪ ইং তারিখে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর প্রধান কার্যালয় ৫৭৩- শিরোইল, ঘোড়ামারা, বোয়ালিয়া রাজশাহীর আহ্বায়ক নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মালিক, শ্রমিক, নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী তানোর- আমনুরা রুটে প্রতিদিন ৩৫ টি সিএনজি চলাচল করিতে পারিবে। ৩৫টির বেশি চলাচল করিতে পারিবে না এবং ৩৫ টি সিএনজির জন্য টোকেন দেওয়া হবে। প্রতিটি বাসের আগে ২ টি করে সিএনজি যাত্রী পরিবহন করিতে পারিবে। টোকেন প্রাপ্ত ৩৫ টি সিএনজি ছাড়াও, ভিআইপি ও প্রশাসনের লোকজনের জন্য ও জরুরী সেবায় রোগী পরিবহনে অতিরিক্ত সিএনজি চলাচল করিতে পারিবে।

সভাই আরো সিদ্ধান্ত হয় যে সকাল ৭-০০ টার আগে সিএনজি গুলি চলাচল করিতে পারিবে এবং রাত ৮-০০ টার পর রাজশাহী- তানোর- আমরা রুটে অতিরিক্ত সিএনজি চলাচল করিতে পারিবে। এই সিদ্ধান্ত গত ১৫/১০/২৪ ইন তারিখ হইতে কার্যকর হইবে।

গত ১২/১০/২৪ ইং তারিখ (শনিবার) রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে উল্লেখিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমী গৃহীত হয়। গৃহীতসিদ্ধান্ত তানোর থানার মোড় সিএনজি মালিক ও চালক সমিতির সভাপতি কুদরত আলি ও সাধারণ সম্পাদক, রাকিবুল হাসানকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে চান্দুরিয়া, বাগধানি, দুয়ারী ও বায়া দিয়ে কোন সিএনজি চলাচল করিতে পারিবে না বলে নিষেধাজ্ঞা জারি করেন।

জানা গেছে অদ্য ১৬/ ১০/ ২৪ ইং তারিখে তানোর- রাজশাহী রুটের বাগধানি নামক স্থানে সড়ক পরিবহন গ্রুপের চেকপোষ্টের সামনে তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতি ৩টি গাড়ির সামনের বড় গ্লাস ভেঙ্গে ফেলা হয়। তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির সভাপতি কুদরত আলী এই প্রতিবেদককে বলেন, পূর্ব আলোচনা বা কোনো প্রকার সমঝোতা ব্যতীত, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের এহেনো উপর্যুপরি এসিদ্ধান্ত ও তিনটি গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd