• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

জেলায় এইচএসসি পরীক্ষা-২৪ ফলাফলে টপ টেন’এ রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

পেকুয়া প্রতিনিধিঃ / ৮৬ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

পেকুয়া প্রতিনিধিঃ চলতি বছরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। তার মধ্যে পাশ করেছে ৭৪ হাজার ১২৫ জন।

উপজেলার সর্ব উত্তরে উপকূলীয় এলাকা রাজাখালীতে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। যা ১৯৭১সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। পর্যায়ক্রমে একাদশ-দ্বাদশ শ্রেণীতে একাডেমিক পাঠদানের অনুমতি পায়।

যে কোনো শিক্ষার্থীদের জ্ঞান আহরণের জন্য এ প্রতিষ্ঠানটি হতে পারে একটি আদর্শ শিক্ষালয়।বর্তমান প্রতিযোগিতামূলক এই সময়ে নিজেকে তথা শিক্ষার্থীকে এগিয়ে রাখার জন্য এ প্রতিষ্ঠানের বিকল্প নেই।পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আধুনিক,সৃজনশীল ও তথ্য প্রযুক্তি নির্ভর পাঠদানের মাধ্যমে এগিয়ে নিয়ে আসে এ প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা সপ্তাহ পুরষ্কারসহ, আধুনিক শিক্ষা, আলোকিত জাতি, সংস্কৃতি ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে উপজেলার শীর্ষে রয়েছে এ স্কুল এন্ড কলেজ।

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফলে এবার জেলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে পেলে টপ টেন’এ অবস্থান করছে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।যা সত্যি প্রশংসনীয়।

তারই ধারাবাহিকতায় গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭৭ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাশ করে ৬৩ জন। শতকরা পাশের হার ছিল ৮১.৮২%।যা জেলার সপ্তম এ অবস্থান।

কলেজ স্বীকৃতি পাওয়ার পেছনে যাদের অবদান অনস্বীকার্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গর্ভনিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব এ জে এম গিয়াসউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এ টি এম শামসুদ্দিন চৌধুরী,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইউছুপ।

রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউছুপ জানান,অধিকাংশ ভর্তিকৃত শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়া ও মহিলা। অনগ্রসর প্রতিকূল পরিবেশে, প্রান্তিক জনগোষ্ঠী, উপকূলে একদল চৌকস মেধাবী তরুণ শিক্ষক, পরিচালনা পর্ষদ এর ঐকান্তিক প্রচেষ্টায় এ শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আজকের এই অবস্থানে আমাদের ফলাফল। তার জন্য এলাকাবাসী ও সর্বোপরি সকল মহলের কাছে অত্র স্কুল এন্ড কলেজ প্রশংসার দাবীদার হয়ে উঠছে।

তিনি আরও জানান, সরকারী ভাবে পাঠদানের অনুমতি পাওয়ার পর প্রথম রেজাল্টে শীর্ষে আমরা। আগামী দিনগুলোতেও আমরা আমাদের শিক্ষক পরিবার নিয়ে একসাথে কাজ করে এর সাফল্য অব্যাহত রাখতে চাই।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গত ২০২২ সালের ১৮ ই জুলাই তারিখের সরকারি এক প্রজ্ঞাপনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন স্কুলকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়। তার মধ্যে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd