• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

পটিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের দিকনির্দেশনায় সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে এ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়ে চলে একটানা দুপুর ২টা পর্যন্ত।

এতে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী, ডা. মো. মাহবুবুল ইসলাম রিয়াদ, ডা. ইরফাতুল আলম আসিফ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান ফয়সাল, বাত ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান জুয়েল সহ ৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রায় ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষ বিনামূল্যে এ সেবা পায়। পটিয়া পৌর সদরের একটি কনভেনশন হলে সকাল ১১ টায় চিকিৎসা সেবা গ্রহন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দীন, জেলা যুবদলের সি. সহ সভাপতি শাহজাহান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক তৌহিদুল আলম, জেলা জাসাস সদস্য সচিব নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল, সদ্যস সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন ছোটন, যুবদল নেতা হামিদুল রহমান পেয়ারু, উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক এস এম টুটুল, যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমন, সাইফুর রহমান, আবদুল করিম মেম্বার, এস.এম.নয়ন, কাজী মো. আরিফ, মাহফুজুর রহমান, আরিফুর রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, মো. সোলাইমান, শাহ আলম, গাজী দুলাল, মো. হেলাল উদ্দিন, এরশাদ, রাজ পারভেজ, হাজী টিংকু, আলমগীর বাবু, সৌরভ প্রমুখ।

এতে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছি। তার নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ, আর যখন তিনি ঘোষণা দেন, তখন আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি এই সাহসী মানসিকতা আমাদের দিচ্ছে এক নতুন উদ্দীপনা।

প্রতিটি পদক্ষেপে আমরা তাঁর নেতৃত্বে অগ্রসর হচ্ছি, সংগ্রামে সমবেত হয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি, আমাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd