• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

কালীগঞ্জে প্রথম নারী ইউএনও পেলো উপজেলাবাসী

সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

উপজেলা পরিষদ গঠনের প্রায় ৪২ বছর পর এই প্রথম নারী ইউএনও পেল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাবাসী।

লালমনিরহাটের কালীগঞ্জে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা নামে একজন নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। এর আগে তিনি তালতলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষায়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহবান জানান।

নবাগত নির্বাহী কর্মকর্তার বক্তব্য সাংবাদিকদেরকে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাফল্য প্রচারণা এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করা সহ অপরাধ, অনিয়ম, দূর্নীতি দমনে সহযোগীতার আহবান জানান।

গত রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন সিফাত আনোয়ার টুম্পা। কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। তবে নারী অথবা পুরুষ এটি আলাদা করে দেখার সুযোগ নেই। আমি সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

প্রসঙ্গত, পটুয়াখালী জেলায় জন্ম নেওয়া সিফাত আনোয়ার টুম্পা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালকসহ বেশ কিছু জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd