• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

পটিয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সাবেক সংসদ সদস্য গাজী জুয়েল সমর্থিত বিএনপি’র বিশাল র‍্যালি

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ / ১৩৬ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

পটিয়ায় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পটিয়া আসেনর  সাবেক সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এর নির্দেশনায় এক র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম  দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর  বদরুল খায়ের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ছাএনেতা  মোজাম্মেল হক।

দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, দক্ষিণ জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইছমাইল চৌধুরী, বিএনপি নেতা কাজী আবু তাহের, গোলাম মহিউদ্দিন, ইদ্রিস পানু, হাজী নজরুল ইসলাম, আবদুল করিম, আনোয়ার হোসেন মিয়া, শফিকুল ইসলাম, ফজলুল কাদের, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, এম সালাম ফারুকী, আবু বক্কর রায়হান, আবুল হোসেন, বছিরুল আলম, আবদুর শুকুর, মনছুর শরীপ, আবদুল মোতালেব মনু, বখতিয়ার উদ্দিন, নাছির মেম্বার, আমিন মেম্বার, ইমতিয়াজ ইমতু, আলমগীর, সেলিম উদ্দিন, নাছির উদ্দীন, আবু শহীদ রমজান, খোকন শাহ, মিজান, জমির উদদীন আজাদ, মান্না দেব, মোস্তফা মোরশেদ, জমির উদ্দিন, সোহেল, মোহাম্মদ আনিস, সোলাইমান, আবদুল মোমেন শিকদার, আবুল হাসেম রাববু, সোহান, বাকের, আবদুর রহমান, আমজাদ হোসেন তালুকদার, মোহাম্মদ ওসমান, আবদুল হাকিম, গাজী দিদার, মুছা আলম, রিপন, শাহআলম, ফারাক, জাহাঙ্গীর আলম, শামীম, গাজী হাসান, নুরুল করিম, হেলাল, আবদুল বাকের, তারেক রহমান, জাহেদুল ইসলাম সুজন, মাহাতাব উদ্দিন সবুজ, নাঈম উদ্দিন, আবদুল লতিফ, নাজমুল, নজরুল, ফারুক, আতিক আজাদ, সাকিব, সাকের শফি প্রমুখ। সমাবেশ শেষে র‌্যালিটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের জাঁতাকল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ যেন আবার নতুন করে স্বাধীন হয়েছে। দীর্ঘদিন আমাদের দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, মৌলিক অধিকার-এসবের অস্তিত্ব যেন নিঃশেষিত হয়ে গিয়েছিল।

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় ঘোষণা করছি। মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd