• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫ রোহিঙ্গা আটক, পরে মিয়ানমারে পুশব্যাক

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ / ১২২ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কে আটক করেছে বিজিবি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার পর মিয়ানমারের ওই ৫ নাগরিককে পুশব্যাক করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের এর আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত পিলার-৫০ এলাকার মিয়ানমারের অভ্যন্তর থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অভ্যন্তরে সীমান্ত সড়কে বিজিবি’র টহল দল ২ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুসহ মোট ৫ জন মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করে। আটককৃত ৫ জন মিয়ানমারের নাগরিকদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে সীমান্ত পিলার-৫০ এর শূন্য লাইন দিয়ে বিকেলেই মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয় বলে জানা যায়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমার অভ‍্যন্তরে বিদ্রোহী আরকান আর্মি এবং সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে আধিপত্যের লড়াইয়ে প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন চলা এই সংঘর্ষের কারণে প্রাণ ভয়ে সীমান্ত এলাকার দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে আসছে প্রতিনিয়ত। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনস্ত বিভিন্ন বিওপি সদস্যদের কঠোর নজরদারির ফলে রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা সফল হচ্ছেনা।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কে আটক করে বিজিবি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই মিয়ানমারের ৫ নাগরিককে পুশব্যাক করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির কঠোর নজরদারির ফলে অনুপ্রবেশকারীদের চেষ্টা নস্যাৎ করে দেন দায়িত্বরত বিজিবি সদস্যরা।

উল্লেখ্য যে, বিজিবির অধিনস্থ সমস্ত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd