১৩ নভেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম লালদীঘির পাড়ে জেলা পরিষদ মার্কেটেস্থ বিএনপি’র সভা চলাকালীন সময়ে জাতীয় পার্টির দক্ষিণ জেলার সাইনবোর্ড ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুচ্ছফা সরকার, সদস্য সচিব আবদুস সাত্তার রণী।
দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড ভাংচুরে এতে বুঝা যায় সারা বাংলাদেশে জাতীয় পার্টি কে নিশ্চিহ্ন করার জন্য একটা মিশন চলছে এবং ষড়যন্ত্র হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা ফেসিস্ট ছিলাম না এবং সারা বাংলাদেশে তৃণমূল জাতীয় পার্টির নেতা কর্মীরা হালুয়া রুটির রাজনীতি করে নাই। সুতরাং তৃণমূল জাতীয় পার্টির নেতা কর্মীরা এরশাদের সাহসী সৈনিক তাদের কো অবস্থায় দমিয়ে রাখা যাবে না।
তারা আরোও বলেন, এই দিনটাও থাকবে না। জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীদের জন্য অবশ্যই রাজনীতির সুদিন আসবে। আমরা সেই দিনের অপেক্ষায়। আজকের এই নেক্কারজনক ঘটনার জন্য আমরা অপরাজনীতিকে ঘৃণা করছি।
দেশবাসীকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে বলেন, লালদিঘি পাড় ও চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরেও জাতীয় পার্টির মতন বৃহত্তর রাজনৈতিক দলের কার্য়লয়ের সাইনবোর্ড ভাংচুরের ঘটনায় বর্তমান সরকার আমলে বড় বৈষম্যর শিকার হচ্ছে। পরিস্থিতি গনতন্ত্রর জন্য শুভলক্ষণ নয় ভবিষ্যত আরোও অনেক দিন আছে মাঠে ময়দানে ফয়সালা হবে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।