স্বৈরাচারী আ’লীগ পালিয়ে যাওয়ার পর দেশে এখন তারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। তিনি শুক্রবার সন্ধ্যায় পেকুয়া সদর ইউনিয়ন পূর্ব জোন বিএনপি’র মতবিনিময় সভায় এসব কথা বলেন।
স্বৈরাচারী আ’লীগ পালিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে – ইকবাল হোছাইন
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির সকল স্থরের নেতৃবৃন্দকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। চোখ কান খোলা রাখতে হবে কারন আওয়ামীলীগ বিভিন্ন রুপ ধারন করে ফিরে আসার চেষ্টা করছে। তিনি আরো বলেন, কে কতো বড় নেতা সেটা প্রমান করবে ওই এলাকার কর্মীরা। কারন নেতা নির্বাচন করবে কর্মীরা কাজেই নিজেরা নিজের এলাকায় কর্মী সৃষ্টি করুন।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পূর্ব জোন বিএনপির আহবায়ক আবু বকরের সভাপতিত্বে পূর্ব জোন বিএনপি’র সদস্য সচিব মাষ্টার খাইরুল কামাল ও সদস্য মাহামুদুল করিমের যৌথ সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মাস্টার জুবাইর আহমদ, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার আবু জাফর এমএ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: শাহ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডাক্তার বেলাল উদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও টৈটং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার জয়নাল আবেদীন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মনজুর আলম, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার নুরুল ইসলাম, জিয়া পরিষদের সদস্য সচিব ছফওয়ানুল করিম, পশ্চিম জোন বিএনপির সদস্য সচিব আব্দুল মোনাফ, মগনামা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম জাকের হোছাইন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসিফ খালেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহা জামাল, কোষাধ্যক্ষ মহিউদ্দিন কোম্পানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহছান উল্লাহ খোকন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনছুর আলম ইউনুছসহ পূর্ব জোন বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।