রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম এর সভাপতিত্বে, আজ (মঙ্গলবার) ১৯- নভেম্বর, বেলা: ১১-৩০ মিনিটে তানোর উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে, নবাগত জেলা প্রশাসক এর শভগামন উপলক্ষে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আফিয়া আখতার, জেলা প্রশাসক রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মিজানুর রহমান, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তানোর, রাজশাহী।
এ সময় আরো উপস্থিত ছিলেন; রাজশাহী জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র, মিজানুর রহমান, মিজান। তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র’ আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান।
তানোর উপজেলা জামায়াত ইসলাম এর সেক্রেটারি আক্কাস আলী দেওয়ান। তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক মন্ডল।
তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন; তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি, জাহাঙ্গীর আলম (জানে আলম) সাধারণ সম্পাদক, টিপু সুলতান।
তানোর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ সহ, স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।