• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

আইনজীবীদের ক্ষোভ, নড়েচড়ে বসেছেন সিএমপি কমিশনার আলিফ হত্যা, পুলিশ ‘হার্ডলাইনে’

সাম্প্রতিক খবর ডেস্কঃ / ২২ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

চিন্ময়কাণ্ডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। অন্যদিকে হত্যাকারীদের ধরতে ‘হার্ডলাইনে’ চট্টগ্রাম নগর পুলিশ। আইনজীবী নেতাদের ক্ষোভের মুখে খুনিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট উপকমিশনার (ডিসি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘কড়া নির্দেশ’ দিয়েছেন কমিশনার হাসিব আজিজ। হত্যাকারী যেই হোক কোনো ছাড় পাবে না—সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, নগরজুড়ে আইনশৃঙ্খলার অবনতিতেও ঊষ্মা প্রকাশ করেছেন নগর পুলিশের শীর্ষ এই কর্তা। সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে (ডিবি) সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

নগর পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিএমপির সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সব বিভাগের ডিসি এবং সব থানার ওসি।

সভায় উপস্থিত সিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সিএমপি কমিশনার কড়া নির্দেশনা দিয়েছেন সকল ডিসি-ওসিকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের অতিদ্রুত চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট জোনের ডিসি এবং থানার ওসিকে নির্দেশ দেন তিনি। আসামিদের রাজনৈতিক পরিচয় যাই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় সিএমপি কমিশনার সকল বিভাগের ডিসিদের সংশ্লিষ্ট এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সংঘটিত হত্যা এবং হামলার ঘটনায় হওয়া মামলার নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বাড়াতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

সভায় উপস্থিত নগর পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিএমপি কমিশনার আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কোনো অবহেলা মেনে নেবেন না বলে জানিয়েছেন। এজন্য এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ডিসি এবং কোতোয়ালী থানার ওসিকে বদল করেছেন তিনি। সভায় সিএমপি কমিশনার এই হত্যাকাণ্ড নিয়ে অগ্রগতি জানতে চাইলে ওসি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর ফলেই পরশু ডিসিকে বদলির পর সভা শেষে ওসিকেও বদলি করা হয়েছে।

ওই সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির ও উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন।

পরপর ডিসি-ওসিকে বদলি

বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের দিন রাতেই দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানকে বদলি করা হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বিতর্কের সৃষ্টি করে। পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয় বন্দর জোনের গোয়েন্দা পুলিশে (ডিবি)।

একই আদেশে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে। তিনি ২০২২ সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান। সেখানে এক বছরের মাথায় তাঁকে আবারো নগর পুলিশের বিশেষ শাখায় নেওয়া হয়।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আইনজীবী নেতার

বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী নেতারা। হত্যাকাণ্ডে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কমিশনারকে হুঁশিয়ারি দেন তাঁরা।

এখনো মামলা করেনি পরিবার

আলিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এক মাদক কারবারিসহ এখন পর্যন্ত আটকজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। তবে এ ঘটনায় আলিফের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এছাড়া, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২০ জনকে। ওই ঘটনায় বুধবার সন্ধ্যায় কোতোয়ালী থানায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ১৪০০ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার কোতোয়ালী থানায় বিএনপির সাবেক এক নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তাঁরা এ সময় প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন।

একপর্যায়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে  চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। – সিভয়েস-২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd