• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

টেকনাফে বাবাকে না পেয়ে গ্রেপ্তার সেই কিশোরের জামিন

কক্সবাজার প্রতিনিধিঃ / ৩০ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া কিশোরকে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইউনুছ বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা জনপ্রতিনিধি এবং উপজেলা যুবলীগের সদস্য। জনশ্রুতি রয়েছে তিনি সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত।

মোহাম্মদ ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানিতে বাদী-বিবাদী উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচী বিবেচনায় জামিন আদেশ দেন।

এদিকে পুলিশের অভিযানে যুবলীগ নেতাকে না পেয়ে তার কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগে এনে গেল বুধবার হাইকোর্টে আইন ও শালিস কেন্দ্রের পক্ষে একটি রিট আবেদন করা হয়।

পিপি ইউনুছ বলেন, আদালত ওই রিট আবেদন আমলে নিয়েছেন। পরে শুনানিতে স্কুল ছাত্রের জামিন এবং টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আদালতে স-শরীরে হাজির হয়ে ঘটনার ব্যাপারে নিজের আইনগত অবস্থানের বক্তব্য উপস্থাপনের আদেশ দিয়েছেন।

ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি (১৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

এদিকে, গত ২৯ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছিল, ২৬ নভেম্বর ভোর ৪টার দিকে এ অভিযান চালানো হয়। সে সময় একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি নীল রংয়ের শপিং ব্যাগের ভেতর একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং ৪০টি নীল রংয়ের কার্তুজ পাওয়া যায়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়। অস্ত্রটি ওই কিশোরের বাবা তাকে পাশের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। কিশোরের বাবা সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত।

এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd