• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

নতুন যোগদানকৃত রাজশাহী জেলা পুলিশ সুপার এর সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

জাকির হোসেন (টুটুল) / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

জাকের হোসেন টুটুলঃ নবযোদানকৃত রাজশাহী জেলা পুলিশ সুপার এর সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলনকক্ষে বিকাল ৪-৩০ মিনিটে নতুন যোদানকৃত রাজশাহী জেলা পুলিশ সুপার এর সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন; অন্তবর্তীকালীন সরকার এর নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা আমাদের সহযাত্রী।

গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠ-পর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।

তিনি আরও বলেন; রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট হতে আজ পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য-সহ মোট ৬১৮ জন ৩৫টি মামলায় গ্রেফতার হয়েছে। মাদক উদ্ধারে রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা ভূয়শী প্রশংসা কুড়িয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন; রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলমসহ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসভায় রাজশাহীর ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান মতামত উপস্থাপন করে, রাজশাহী জেলা পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd