পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া এলাকার তালিমুল কোরআন নুরাণী একাডেমির ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র মাদরাসার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল করিম সভাপতিত্বে এবং মাওলানা আব্দুর রহিম হালীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুর রহমান, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সি:সহ-সভাপতি ওসমান গনি ও পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়ারতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার ও A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।
সভায় বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আগামী দিনের নতুন প্রজন্মকে ইসলামি ও আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে তালিমুল কোরআন নুরাণী একাডেমি মাদরাসার কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিশেষে রাজাখালী বি,ইউ,আই কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমান অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা ও সভাপতি গোলাম রহমান ও এলাকার সকলের রোগমুক্তির জন্য দোয়া করা হয়। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।