• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

চকরিয়ায় জমি জবরদখলে বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানের উপর হামলা, আহত ২

কামাল উদ্দিন, কক্সবাজারঃ / ২৮ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় জমি জবরদখলে বাঁধা দেওয়ায় প্রবাসী ফজল কবিরের স্ত্রী সন্তানের উপর হামলার অভিযোগ উঠেছে চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে।

গত ৩রা জানুয়ারী (শুক্রবার) বিকাল ৩টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিগরপানখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- ফজল কবিরের স্ত্রী শামীমা জান্নাত (৪৫) ও তার পুত্র মো. ফয়সাল (১৯)।

এ ঘটনায় রাজারবিল ডেইলপাড়া ৬নম্বর ওয়ার্ডের আব্দুল মতলবের ছেলে হাবিব উল্লাহ (৩২) ও দিগরপানখালী ২নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হোসেনের ছেলে নুরুল আবসার (৫৫) সহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হামলায় আহত শামীমা জান্নাতের স্বামী ফজল কবির প্রবাসে অবস্থান করার সুযোগে তার ভাসুর নুরুল আবসার ও তার মেয়ের স্বামী হাবিব উল্লাহ গংরা দীর্ঘদিন যাবৎ তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটার সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করে আসছে। উক্ত বিষয়ে স্থানীয়ভাবে অনেক সালিশ বিচার হয়। সালিশ বিচারে স্থানীয়ভাবে বসত ভিটার জমি পরিমাপ পূর্বক বিরোধের বিষয়টি স্থায়ীভাবে নিষ্পত্তি করে দেন।

কিন্তু তারা তা না মেনে গতকাল ৩জানুয়ারী (শুক্রবার) বিকাল ৩ টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে বসতভিটায় অনধিকার প্রবেশ করে ভিটার দক্ষিণ পার্শ্বে জায়গায় জোরপূর্বক পাকা বাউন্ডারী দেওয়াল নির্মাণের কাজ করেন। এসময় প্রবাসী ফজল কবিরের স্ত্রী শামীমা জান্নাত ও তার ছেলে ফয়সাল বাঁধা প্রদান করলে অভিযুক্ত ২জন সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রবাসী ফজল কবিরের স্ত্রীকে চুলের মুঠি ধরে বেদড়ক লাথি, কিল, ঘুষি মেরে জখম করে এবং কাপড়-চোপড় ছিড়ে দিয়ে শ্লীলতাহানি করে। এসময় প্রবাসী ফজল কবিরের স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নেন বলেও জানা যায়। যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা। পরে তার ছেলে সন্ত্রাসীদের কবল থেকে তার মাকে উদ্ধারের চেষ্টা করলে সন্ত্রাসীরা ছেলে ফয়সালকেও বেদড়ক মারধর করে। পর স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে তারা মা-ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা আশরাফ উদ্দিন ও মো. খালেদ হোসেন সায়েম বলেন, নুরুল আবছার ও ফজল কবির তারা সহোদর ভাই। তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জায়গা নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গতকাল বিকাল ৩টার দিকে নুরুল আবছার ও তার মেয়ের স্বামীসহ ভাড়াটিয়া বেশকিছু সন্ত্রাসী এনে জোরপূর্বক ফজল কবিরের জায়গার উপর গাইডওয়াল নির্মাণ করলে বাঁধা প্রদান করেন ফজল কবিরের স্ত্রী। এসময় ভাসুর নুরুল আবছার ও তার মেয়ের স্বামী হাবিব উল্লাহ সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা ফজল কবিরের স্ত্রী-সন্তানের উপর হামলা চালায়।

এদিকে, এঘটনার বিষয়ে ঘটনার প্রধান অভিযুক্ত হাবিব উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গার বিরোধটি মূলত আমার আপন শশুড় এবং চাচা শশুড়ের মাঝে। এখানে আমার কোন স্বার্থ নেই।

সুতরাং, এসব বিষয়ে আমি কথা বলার বা আমার চাচী শাশুড়ীকে মারধর করার প্রশ্নই আসে না। তারা অহেতুক তাদের স্বার্থ হাসিলের জন্য আমাকে জড়াচ্ছে। অন্যদিকে, এ ঘটনার পর অভিযোগের ভিত্তিতে এসআই তাজুল ইসলামের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd