• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

পেকুয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় লবণ চাষ বন্ধ

পেকুয়া প্রতিনিধিঃ / ২৩ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

পেকুয়া প্রতিনিধি- পেকুয়া উপজেলার উজানটিয়ায় সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা দিতে না পারায় প্রায় ২৭কানি লবণ মাঠে চাষাবাদ বন্ধ থাকায় লবণ উৎপাদনে নিযুক্ত শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছে ওই লবণ মাঠের লাগিয়ত বঞ্চিত মালিক- শ্রমিক সহ অন্তত ২০টি পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । যুবদল নেতা ফরহাদ ইকবাল বলেন, সন্ত্রাসীদের নিয়মিত সশস্ত্র মহড়ায় এলাকায় আতংক বিরাজ করছে।

তিনি আরো বলেন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আরিফ আহমদ ও তার পরিবারের সদস্যদের মালীকানাধীন ৫৪ বছরের ভোগদখলীয় প্রায় ২৭ কানি লবণের মাঠ ও চিংড়ি ঘের গত ১৭ডিসেম্বর সকাল ১০টার দিকে পূর্ব উজানটিয়ার মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুন্নবীর নেতৃত্বে সশস্ত্র একটি সন্ত্রাসী দল লবণ মাঠের শ্রমিক তাড়িয়ে দিয়ে জমির মালিকদের তাদের অনুমতি ছাড়া চাষাবাদ করতে নিষেধ করে। এঘটনায় ওই দিন জমির মালিকদের পক্ষে যুবদল নেতা ফরহাদ ইকবাল বাদী হয়ে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

জমির মালিক পক্ষের বি.এন.পি নেতা মাষ্টার আরিফুল হক বলেন, এ জমি গুলো তাদের পূর্ব পুরুষরা ১৯৫০ ইংরেজী সনের ১৮৪ নং করজারি মোকাদ্দমার ৭-৬-১৯৫০ ইংরেজী তারিখের ডিগ্রী মুলে এমদাদ মিয়া ১০একর ৪৩শতক জমি নিলাম খরিদ করেন। ১৯৫৮ সালে ১৮০৪ নং অংশ নামা মূলে এমদাদ মিয়া ২একর ৮১শতক, দুলা মিয়া, আবদুল খালেক ও মো.শরীফ তিন জনে ২একর ৫৪শতক করে অংশ মালিক হন। অংশ নামার মালিকদের কাছ থেকে ক্রয় সূত্রে আমাদের পূর্বপূরুষদের নামে এম আর, বিএস ও দিয়ারা রেকর্ড চুড়ান্ত প্রচার আছে আমরা গেল মৌসুমে মৎস্য চাষও করি। চলতি মৌসুমে যথারীতি লবণ উৎপাদন শুরু করে কিছুদিন যেতে না যেতে উজানটিয়া রুপালী বাজার এলাকার নুরুন্নবী, ইসমাইল, মিনহাজ উদ্দিন, মোস্তাক আহমদ, জয়নাল আবেদীন, মমতাজ উদ্দিন, আহমদ ছবি, কফিল উদ্দিন, বারেক, সৈয়দ, বেলাল, আমজাদ, ফারুক সহ ৭/৮জন লোক ১০লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে লবণ চাষ ও মৎস্য চাষ কিছুই করা যাবেনা। তিনি আরো বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ সন্ত্রাসীদের ভয়ে আর চাষাবাদে যেতে পারিনি তাই প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

সরজমিনে গিয়ে দেখা যায়, পার্শবর্তী জমিতে কৃষকরা লবণ উৎপাদনের কাজ করলেও সন্ত্রাসীরা বাঁধা দেয়ায় লবণ মাঠ গুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, আমি বিষয়টি অপনরার কাছে শুনলাম অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd