পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি– গত ১০ জানুয়ারি শুক্রবার বাদে মাগরিব রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের উদ্যোগে নগরীর নাসিরাবাদ হাউসিং সোসাইটির অংকুর বিদ্যালয় প্রাঙ্গণে নগরীর দুই নাম্বার গেটের অসহায় সুবিধা বঞ্চিত ছিন্নমুল হকার মানুষদের নিকট শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান গিয়াস উদ্দিন আহমদের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে যথাক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাংকিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রফেসর ডক্টর সুলতান আহমেদ , চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জসীমউদ্দীন আহমেদ , রোটারিয়ান পি পি এমদাদুল আজিজ চৌধুরী, রোটারিয়ান পিপি জামাল উদ্দিন আহমেদ, রোটারিয়ান পিপি নাজমুল আলম, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান নিয়াজ উদ্দিন আহমেদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান দিদারুল আলম, রোটারিয়ান কাজী মহিউদ্দিন সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ রোটারি ক্লাব অব আধুনিক চট্টগ্রামের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রোটারী আন্দোলনের ভূয়সি প্রশংসা করেন এবং গরীব দুঃখী অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের দুঃখ দুর্দশা লাগবে সামর্থবান ব্যক্তিবর্গেকে এগিয়ে আসার উদার্ত আহবান জানান।