জাকির হোসেন- টুটুল- রাজশাহীর তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আহবায়ক কমিটির সদস্য, মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে, তানোর পৌর সদর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে সবার আগে বাংলাদেশ কনসার্ট – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জানুয়ারী (শনিবার) বিকাল ৪-০০ মিনিটে তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে, তানোর পৌর সদর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে, সবার আগে বাংলাদেশ কনসার্ট – ২০২৫ অনুষ্ঠিত হয়।
সবার আগে বাংলাদেশ কনসার্ট – ২০২৫, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও বিএনপি’র, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি, রাজশাহী-১’ তানোর, গোদাগাড়ী অঞ্চলের উন্নয়নের দিশারি, সাবেক ডাক-তার ও টেলিযোগাযোগ মন্ত্রী, প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হক (এমপির) ছোট ভাই, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও বিএনপি’র, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মেজর জেনারেল (অবঃ) শরিফউপর উদ্দিন, তানোর জাতীয়তাবাদী দল (বিএনপি’) অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তানোর উপজেলা, পৌরসভা ও মুণ্ডমালা পৌরসভা জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আমার সাথে গোদাগাড়ী থেকে আগত জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
আজকে তানোর উপজেলায় সবার উপরে বাংলাদেশ কনসাট আয়োজিত হচ্ছে। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে কর্মী সম্মেলন না করে কনসার্ট কেন করলাম? আপনাদের বুঝতে হবে, বিএনপি সব ধরনের কালচারে অভ্যস্ত।
আমরা হিন্দুদের মন্দিরে যাই, আমরা তাফসীরে এটেন্ড করি, আমরা গান-বাজনাও করি। কিন্তু কেউ যদি এটাকে ধর্ম এবং রাজনীতি কে এক করে, তাহলে সেটা ভুল করা হবে। ধর্ম- ধর্মের জায়গায় রাজনীতি- রাজনীতির জায়গায়। আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমরা এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই একসাথে কাজ করব এবং যার স্লোগান হচ্ছে সবার উপরে বাংলাদেশ।
আমাদের পরিচয় বাংলাদেশী, এখানে কোন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা কোন মৃগোষ্ঠীর আলাদা কোন সত্তা নাই।
আমরা প্রথমত বাংলাদেশী তারপরে বিভিন্ন ধর্মের অনুসারী, আমি শুধু এটুকুই বলবো এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেয়ার জন্য আমি আসি নাই। এই আয়োজনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই মোবারকবাদ, আপনারা সবাই উপভোগ করবেন এই কনসার্ট এবং মনে মনে জাতীয়তাবাদীর আদর্শটাকে মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আমাদের শহীদ জিয়া, তিনি আমাদের আদর্শের প্রতিক, তিনি অমর হোক। বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, উনার সুস্থতা কামনা করি। জনাব তারিক রহমান যিনি নির্বাসিত জীবন যাপন করছেন, উনার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করছি। এবং সর্বশেষে, আপনাদের প্রাণের স্পন্দন, ব্যারিস্টার আমিনুল হকের আত্মার মাগফিরাত কামনা করে, আমার বক্তব্য শেষ করছি এবং এই কনসার্ট যাতে সাকসেসফুল হয় সেই কামনা করছি। এবং আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী আপনারা উনার আত্মার জন্য বিশেষভাবে দোয়া করবেন, কারন ওনার আদর্শেই আমরা আদর্ষিত।
প্রিয় নেতাকর্মীবৃন্দ সামনে নির্বাচন, আমাদের সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। যা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ। তার-ই লক্ষ্যে কোন নেতা বা কর্মীর দ্বারা সাধারণ ভোটাররা যদি কষ্ট পায় তবে তার বিরুদ্ধে অবশ্যই দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দলের স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন: তানোর জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক, আখেরুজ্জামান হান্নান। তানোর জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মফিজ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরম আলী মোল্লা।
তানোর পৌর জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম- আহবায়ক, আলতাফ হোসেন, তানোর পৌর কৃষক দলের আহবায়ক, মশিউর রহমান, তানোর পৌর বিএনপির সদস্য সচিব, আব্দুস সবুর, তানোর পৌর জাতীয়তাবাদী দল বিএনপি’র, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, তোফাজ্জল হোসেন, তানোর থানা যুবদলের সিনিয়োর যুগ্ন- আহবায়ক, এমদাদু হক,
তানোর পৌরসভা যুবদলের যুগ্ম-আহবায়ক, নুরহাসান মাহামুদ (রাজা), তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক, মাহাবুর আলম, তানোর পৌর সেচ্চাসেবক দলের যুগ্ন-আহবায়ক, আফতাব হোসেন বাবু, তানোর পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, খাইরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সমসের সরকার, তানোর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ওয়াসিম মন্ডল, তানোর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও তানোর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ওবায়দুর মোল্লা।
এছাড়াও তানোর জাতীয়তাবাদী দল (বিএনপি)’ ও অঙ্গ-সহযোগী সংগঠন, তানোর উপজেলা, তানোর ও মুন্ডুমালা পৌর শাখা এবং ৭টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।